শনিবার ০৩ মে ২০২৫

সম্পূর্ণ খবর

খেলা | বিশালকে স্নেহ করি, আমাদের মধ্যে কোনও বিভেদ নেই, মেগা ফাইনালের আগে বিতর্কে ধামাচাপা দিলেন গুরপ্রীত

Sampurna Chakraborty | ১১ এপ্রিল ২০২৫ ২০ : ২১Sampurna Chakraborty


আজকাল ওয়েবডেস্ক: আইএসএলের মেগা ফাইনালে মোহনবাগান-বেঙ্গালুরুর অন্তরালে লুকিয়ে আছে দুই গোলকিপারের দ্বৈরথ। গুরপ্রীত সিং সান্ধু এবং বিশাল কাইত। প্রথমজন দেশের একনম্বর কিপার। দ্বিতীয়জন সদ্য জাতীয় দলে খেলার সুযোগ পেয়েছেন। বাংলাদেশ ম্যাচে ক্লিনশিট রাখলেও বেশ কিছু ভুল করেন মোহনবাগানের কিপার। সেই নিয়ে সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ করা হয় তাঁকে। বাদ যাননি গুরপ্রীতও। নেটমাধ্যমে তির্যক মন্তব্য করেন। যাতে বিতর্ক সৃষ্টি হয়। কিন্তু মেগা ফাইনালের আগে বিতর্কে ধামাচাপা দিলেন বেঙ্গালুরুর গোলকিপার। গুরপ্রীত বলেন, 'সোশ্যাল মিডিয়া আমার হাতে নেই। নেটমাধ্যমে লড়াই আমি কন্ট্রোল করতে পারব না। আমি বিশালকে স্নেহ করি। ভাল পেশাদারের পাশাপাশি ও খুব ভাল গোলকিপার। এখন আমরা শুধু ম্যাচে ফোকাস করছি। তার বাইরে কিছু নেই। ব্যক্তিগত লড়াই নয়, দুটো দল খেলবে। ফাইনাল দুই গোলকিপারের লড়াই নয়, দুটো দলের দ্বৈরথ। আমরা শুধু ফুটবলে ফোকাস করছি।'

পেশাদার ফুটবলার হিসেবে কলকাতায় হাতেখড়ি হয়। দীর্ঘদিন ইস্টবেঙ্গলে খেলেন গুরপ্রীত। তাই চেনা শহরে ফাইনাল খেলার বিষয়ে উত্তেজিত। গুরপ্রীত বলেন, 'পেশাদার ফুটবলার হিসেবে আমার যাত্রা এখান থেকে শুরু হয়েছিল। আমি প্রথম থেকেই খেলার সুযোগ পেয়ে নিজেকে ভাগ্যবান মনে করি। আমি এই যাত্রার জন্য কৃতজ্ঞ। প্লেয়ার হিসেবে বড় ম্যাচ, বড় ফাইনাল ঠাসা স্টেডিয়ামে খেলার সুযোগ পাওয়া দারুণ অভিজ্ঞতা। আমি কলকাতায় এই ম্যাচটা খেলার সুযোগ পেয়ে ভাগ্যবান।' 

শনিবার রাতে পুরো স্টেডিয়াম তাঁদের বিরুদ্ধে থাকবে। ৬৫  হাজারের যুবভারতী ঠাসা থাকবে। বিরূপ পরিস্থিতিতে খেলতে হবে বেঙ্গালুরুকে। তবে সেই নিয়ে খুব বেশি চিন্তিত নন তারকা কিপার। বরং দাবি করেন, এমন পরিবেশে খেলার জন্য মুখিয়ে থাকে প্লেয়াররা। গুরপ্রীত বলেন, 'আমার জীবনের দ্বিতীয় পেশাদার ম্যাচ ডার্বি। স্টেডিয়ামে প্রায় এক লক্ষ সমর্থক ছিল। তখন বড় ম্যাচের গুরুত্ব বুঝতে পেরেছি। কিছু শুনতে পাচ্ছিলাম না। সতীর্থদের সঙ্গে কথাও বলা যাচ্ছিল না। এবছর প্রথম ২০ ম্যাচে আমাকে পেছনে থেকে চিৎকার করতে হচ্ছিল। রক্ষণ তেমন ভাল অবস্থায় ছিল না। কিন্তু আমরা ক্লিনশিট রাখার চেষ্টা করছিলাম। তবে কিপার হিসেবে মনে হয়, শেষ ৫-৬ টা ম্যাচে রক্ষণ অনেক সংগঠিত হয়েছে। তাই আশা করছি আমাকে বেশি চিৎকার করতে হবে না। মোহনবাগানের সাপোর্টাররা বরাবর বড় ভূমিকা নিয়েছে। প্লেয়ার হিসেবে এই ম্যাচগুলো খেলতে ভাল লাগে। এটার জন্যই আমরা খেলি। এটা বাড়তি মোটিভেশনের পাশাপাশি বড় চ্যালেঞ্জও।' দু'বছর আগে গোয়ায় বেঙ্গালুরুকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল মোহনবাগান। এবারও কি ইতিহাসের পুনরাবৃত্তি ঘটবে? না ভাগ্যের চাকা ঘোরাবেন গুরপ্রীতরা?


Gurpreet Singh SandhuMohun Bagan vs Bengaluru FCVishal KaithISL Final

নানান খবর

নানান খবর

পহেলগাঁওয়ের ঘটনার ছায়া এশিয়া কাপে, বাতিল হতে পারে ভারত-পাকিস্তান ম্যাচ, সফর নিয়েও অনিশ্চয়তা

এখনও নাকি প্লে অফে যেতে পারে হায়দরাবাদ!‌ কোন অঙ্কে জানুন 

আইপিএল ক্রিকেটারের বিরুদ্ধে উঠল মারাত্মক অভিযোগ, পুলিশ হন্যে হয়ে খুঁজছে বাঁহাতি এই ব্যাটারকে

লাস্ট বয়ের বিরুদ্ধে নামার আগে বাড়তি চাপ নিচ্ছে না আরসিবি, ‘আলাদা করে ভাবছি না’, জানালেন পাড়িক্কল

আর দু’‌বছর পরই কোচিং জীবন থেকে বিদায়?‌ গুয়ার্দিওলা জানালেন ভবিষ্যৎ পরিকল্পনা

ফেডারেশনের বর্ষসেরা ফুটবলার শুভাশিস, সেরা গোলকিপার বিশাল

মেয়েদের ক্রিকেটে নতুন নিয়ম, রূপান্তরকামীদের নিষিদ্ধ করল ইংল্যান্ডের ক্রিকেট বোর্ড

এমএস ধোনির সঙ্গে কে এই সুন্দরী? তুললেন ছবি, পেলেন জার্সিও

স্যামসন কাণ্ডে তিন বছরের নির্বাসন নিয়ে মুখ খুললেন শ্রীশন্ত, কী বললেন?

অলিম্পিকে সোনাজয়ীর পর এবার ভারতে নিষিদ্ধ করা হল বাবর, রিজওয়ানের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও

তিন তিনটে হার্নিয়ার ব্যথায় ইনজেকশন দিয়ে খেলতে হত, আরসিবিকে অকপট সাক্ষাৎকারে অজানা রহস্য ফাঁস সুয়াশ শর্মার

এটা কী সেলিব্রেশন? ছেলের বিশ্বসেরা গোলের পর গ্যালারিতে যা করলেন ইয়ামালের বাবা, দেখলে চমকে যাবেন

টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েও চলছে পরীক্ষানিরীক্ষা, সৈয়দ মুস্তাক আলির সেঞ্চুরিয়ানকে ট্রায়ালে ডাকল সিএসকে

'বোলারদের প্রতি অবিচার হচ্ছে', পার্পল ক্যাপ নিয়ম নিয়ে প্রশ্ন তুলে কাদের কথা বললেন কাইফ?

'লামিন ইয়ামাল আর ব্যালন ডি অর', চ্যাম্পিয়ন্স লিগের ম্যাজিকের পর বড়সড় ঘোষণা করে দিলেন রিও ফার্দিনান্দ

সোশ্যাল মিডিয়া